ঢাকা, ৩১ জানুয়ারি ২০২২।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর মধ্যে বুক ট্রান্সফার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বিটিআরসি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ সম্পদ ও দায় হস্তান্তর বিষয়ে গঠিত কমিটির বিগত ০৯/০৯/২০২১ ইং তারিখের প্রতিবেদনের আলোকে এবং মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর সভাপতিত্বে বিগত ৩১/১০/২০২১ ইং তারিখে অনুষ্ঠিত সভার (কার্যবিবরণী নং: ১৪.০০.০০০০.০০৯.১৮.০০৭.১৯.১৪১৫; তারিখ: ০৯/১১/২০২১ ইং) সিদ্ধান্ত মোতাবেক বুক ট্রান্সফার চুক্তি সম্পন্ন হয়।
বুক ট্রান্সফার চুক্তিতে বিএসসিএল এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম এবং বিটিআরসির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) জনাব মোঃ এয়াকুব আলী ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান জনাব সুব্রত রায় মৈত্র এবং বিটিআরসির মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) জনাব মোঃ মেসবাহুজ্জামান সহ বিটিআরসি ও বিএসসিএল এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বুক ট্রান্সফার চুক্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্পূর্ণ মালিকানা পেলো বিএসসিএল এবং এর মাধ্যমে উন্মোচিত হলো দৃঢ়ভাবে এগিয়ে চলার একটি নতুন প্রেক্ষাপট।